গভীর অন্ধকার পরিবেশ
আমরা মানুষ নামের কলঙ্ক,
শুনেও নিশ্চুপ আমাদের অন্তর।
প্রতি রাতে চিৎকার আর প্রতিধ্বনি।
হাজার হাজার ধর্ষকের চিৎকার।
হউক সে নারী অথবা পুরুষ।
আমরা কেন বলছি নারী শুধু,
পুরুষ কি হয় না ধর্ষণ?
কত শুনবো আর এ কান্না,
তবু থামছে না এই নরকতা।
কত গোপনেই ঝরে যাচ্ছে এ প্রাণ
তাহলে কি ইচ্ছে করেই,
নাকি অনিচ্ছাকৃত,
প্রতি রাতে শুইতে হয় এ শরীরের টানে। আমরা কেন বলছি নারী শুধু,
পুরুষ কি হয় না ধর্ষণ?