বর্ষা    রানী   মন-মোহিনী
    এসো মোদের গাঁয়
তোমায়  বিনে  বয় না নদী
       সাগর  মোহনায়।


তোমায়  ছাড়া  ফুল ফোটেনা
       কুসুম   কাননে
পায়  না  শোভা  মধুর  হাসি
      ফুলের  আননে।


কদম   ডালে  কেয়ার   বনে
       ফুলে ভরাও তুমি
তুমি   বিনে   দেশের   মাটি
       হয় যে মরুভুমি।


তুমি   ছাড়া   ঘরের  কোণে
     রয় না যে মন আর
তুমি   যেন   সকল   কবির
      কাব্যের-ই আধার।


তোমার  সাথে  তাই  মিতালী
       করেন সকল কবি
তোমায়  নিয়ে যে  যার  মনে
    আঁকেন তোমার ছবি।


আষাঢ়  গিয়ে  শাওন  এলো
      ধান শালিকের গাঁয়
সবাই   যেন    চাতক   সম
      তোমার প্রতিক্ষায়।


-------------------------