** বৃষ্টি  রানী  খুনসুটিতে
      ভিজিয়ে দিল মন
তাই না দেখে শ্যামল তরু
      হাসলো কিছুক্ষণ।


কদম  ডালে   মুখ  লুকিয়ে
    হাসলো কদম ফুল
সেই খুশীতে উঠলো গেঁয়ে
       মরমী  বুলবুল।


কদম  ফুলের  বাসর  নাকি
      বৃষ্টি  মুখর  রাতে
তাই তো লাজে মন রাঙিয়ে
     মুখটা ঢাকে পাতে।


কেয়া  ফুলের  মুচকি  হাসি
      কদম ফুলের সাথে
তারও   নাকি  গায়ে   হলুদ
       বর্ষা ভেজা  রাতে।


গন্ধ   মেখে    কদম   কেয়া
       রাঙিয়ে নিল মন
লাল  শাড়ীতে ঘোমটা দিয়ে
      সাজলো যে রঙ্গন।
     ------------------