কবি  হওয়া নয় তো সোজা
     কাব্য সাধন লাগে
চোখে  সবই  যায় না দেখা
    অন্তরে চোখ জাগে।


সবার দেখা  নয়  তো এক
      কবি দেখেন যত
সবার  লেখা  হয় না  কভু
     কবির লেখার মত।


সাধন  ছাড়া  যায় না দেখা
     অন্তর চক্ষু দিয়ে
ভাবনা  ছাড়া যায় না লেখা
    কবির কলম নিয়ে।


কাব্যিকতা  নয়  তো সহজ
     যেমন খুশী লিখবে
কাব্য  সাধন  করলে  পরে
    কাব্য লেখা শিখবে।


অন্তরে  চোখ  না  জাগালে
     দৃষ্টি  দূরে যায় না।
চর্চা   বিহীন   কবির   হাতে
    কাব্য শোভা পায় না।
       --------------