আমার নিশি  আঁধার  কালো
      তোর নিশিতে চাঁদ
তুই  আমাকে  করলি  ফতুর
     পেতে প্রেমের ফাঁদ।


কতই  নাগর  পড়লো  ধরা
     তোরই পাতা ফাঁদে
কেউবা  হাসে  মনের  সুখে
     কেউবা দুখে কাঁদে।


তোর রূপেরই  মৌ বাগানে
      অলির অভাব নাই
ফুল  শুকিয়ে  পড়লে  ঝরে
      কোথায় পাবি ঠাঁই?


প্রেমের   হাটের  বেচাকেনা
      হয়  না  চিরদিন
রস  ফুরালে  রসিক  নাগর
      হবে  যে  বিলীন।


আবেগে   প্রেম   বিকিকিনি
    করিস না তো আর
রূপ হারালে দু'চোখে তোর
     দেখবি যে আঁধার।


সে দিনে তোর আকাশ হবে
     আমার মত কালো
খুঁজবি এসে  তখন  আমায়
    বাসতে আবার ভালো।
          ------------