ভেবেছিলাম তোমায় ক্ষমা ক'রে দেবো ---
কিন্তু পারলাম না;
পারলাম না তোমায় দুঃস্বপ্নে ভোলাতে,
পারলাম না সাজাতে এক ভ্রাম্য ভ্রমের ইতিহাস ---
র'য়ে গেলে তুমি --- চির নিশ্চল,
বীভৎসতার ভারে !


তুমি কী নিষ্ঠুর, মহামারি ---
একদিনে দিলে সব ক'রে প্রাক্তন,
তিন ভুবনের পারে পাঠালে --- মহাপৃথিবীর আলো---
রক্তসিঁদুর ভাগ্যে ধরালে সাঁঝবাতি পূর্তির;
নৌকাডুবির সায়র সাজালে --- মৃগয়ার মন্ত্রে ---
দত্ত মালার পদ্মগোলাপ --- করালে বর্ণহীন ---
আলেয়ার আবছায়;
আকাশকুসুম করালে অন্ধকার --- বহমান সত্যে ---
শপথ দেখালে কোন পাথরের ---
পুনশ্চ-তার মালায় !
জ্বলৎ জড়ালে জাগরী-তাগরী, ঘুমচাদরের ঘোরে ---
নেভালে বিলাপ হিংস্র কুহায় ---
অবশ বসন্তের...


যদি জানতেম,
শোনাবে এমনই অতল জলের আহ্বান ---
ঘরে-বাইরের অভিযান দেবে মুছে,
অরণ্যের আরুণি --- জানাবে নিমন্ত্রণ ---
জিঘাংসা দিনরাত;
কাপুরুষের পাষাণ খোদাবে ---
শ্রাবণের জলে ধুয়ে,
পোস্তদানার বাস্তু হওয়াবে হীরকের সম্পদ ---
পরিযান প্রতীচীন ---
লিখে যাবে ওই ক্ষুধিত শ্রমের ময়ূরাক্ষীর তীরে;
তবে নিশ্চিত,
দিতাম না অধিকার ---
তোমায় শেষটুকু লুটে নেওয়ার ---
লুটে নেওয়ার সেই সোনার কেল্লাটুকু,
দিতাম না মুঠোজমি ---
ভেঙে দিতে ঘর --- ঘরছাড়া অপুটার,
নেভাতে সে বাতি ---
শেষ জ্যোতিগর্ভের;
কেন বলো মারিনী ---
গণশত্রুর বেশে বসালে বিষবাঘিনীর থাবা,
গণদেবতার বুকে !


কেন তুমি নির্মম ---
দেবী'র আঁচলে ধুইয়ে দিলে অহল্যাদের শাপ ---
মুছে দিলে নাম কোন অমলের ---
ভিড়-শ্মশানের জলে;
ডুবন পোহালে সোনার পাহাড়ে ---
সমান্তরাল স্রোতে;
মারক তুমি ছিলে তো আগেই ---
হলে শুধু হন্ত্রী,
শেষ বাঙালির খুনে !


তোমায় ত্রাসিনী, তাই বলে যাই ---
আজ শুরু বেলা শেষ,
অশনির ঘাতে ভাঙলে সে যাঁকে ---
মূর্তি যে ঋজু মাটির,
মারতে পারোনি বিসর্জনেও হৃদয়ের প্রতিমা ---
রুধতে পারোনি অস্ত্র খুদেও --- মনুজের আরোহণ;
সুখেন্দুর ওই স্বর্গশোভায় ---
শূন্যের অঙ্কুশ
পারোনি দেওয়াতে দনুর দলেও ---
দিতির ধৃষ্টতায়;
মুছতে পারোনি নষ্ট জলেও পথিকের পাঁচালি ---
বুজতে পারোনি শেখরশাখেও
শেষ লক্ষ্মণরেখা ---
ছিঁড়তে পারনি আকালিক তুমি,
অমর কবিতাবোধন ---
পঙক্তি সে শেষ বাঁচার...!


ক্রান্তি-মশাল বন্দিনী আজ---তবু গায় শোনো গান---
যাবে তুমি ঠিক পুড়ে,
ভেঙে চুরে ওই হীরকের রাজ্যে ---
'রাজমুকুট' ওই হবে লোভে খান খান;
উদয়ন যাবে থেকে ---
ক'রে যাবে নিশিযাপ ---
ব'লে যাবে, 'হননী ---
যা উড়ে যা --- অন্য বসুধাচলে !'
প্রদোষ-পদক্ষেপে --- তখন তোমাকে যেতেই হবে ---
মিত্রআরুশআভায়।


জীবনের প্রাণে ---
ঘুচে যাবে যত মসি;
আলোর উঠোনে খেলে যাবে কুহুতান ---
কবির পালকে নতুনের উল্লাস
ব'লে যাবে শেষ ---
চিরযৌবনতেজে,
ভালো থেকো ---
ভালো থেকো অপু,
আমার অপরাজিত ---
তোমার নিশ্চিন্দিপুরে...
______


--- ২৫/১১/২০২০, ক্যানিং