কঠিনের আড়ালে

ভালবাসা অনুভব করেছ?
তার বিস্তার হয় সাবধানে শব্দহীনভাবে
গভীরে উদ্ধতশূন্য ভাবনা আর প্রকাশ্যে সতর্ক নীরবতা

ভোর হলে যেভাবে মুগ্ধতা ছড়িয়ে পড়ে মুখে
যেভাবে তোমায় বিছানায় পেলে
স্পর্শসুখে মন ভরে যায়
যেভাবে সমুদ্রের নীচে লুকিয়ে থাকে হিরে—মাণিক্য
তার অমোঘ বিরল আকর্ষণ

সেভাবেই ভালবাসা বুকে ছুঁয়ে থাকে

শুধু তো নারীরা ভালবাসে না
পুরুষও তো ভালবাসে কঠিনের আড়ালে ৷