ধান কাটা শেষ না হতেই
করলার ঝোল দিয়ে
               ভাত খাওয়া শেষ !

যদিও টেবিলের উপর কিছু ছিলনা
ড্রয়ারে রাখা কেবল দু'টো কবিতার বই;
কাঁচি ও মাথালে কেনা সময়
                ইচ্ছে বরাদ্দহীন ।
মাথাটা কি আমার ছিল ?

এখনো ঝিম ঝিম করছে...