কেউ জানে না কতটা দুঃখ হৃদয়ে ধরি
ক্ষত বিক্ষত মন একাকিত্বের আঁচড়ে;
বেদনার অশ্রুতে ভাসি, কেঁদেই মরি
বেসুরে বাজে গান আত্মকথার আঁখরে ।।


তার স্মৃতি বয়ে বেড়াই জীবন ভর
সে যে চলে গেছে কোন দূর দেশে;
কণ্ঠরোধ হয়ে আসে অব্যক্ত স্বর
দুঃখ ফুরাবে-
যদি তাকে খুঁজে পাই জীবন শেষে ।।