রং মাখা এই রঙের দুনিয়ায়
রঙিন হতে হয় মাত্র, শুধু চলার তাগিদে
রক্ত শুধু লাল, গন্ধ হীন
ভাগ্গিস ভগবান রক্তকে লাল বানিয়েছিল,
না হলে অক্সিজেন ও বোধহয় ভালোবাসতো না তাকে,
তাই রক্তের পরিখা ডিঙিয়ে
মনের খোঁজ আর কেউই করে না আজ,
এসব জেনেও, রক্ত অক্সিজেন বয়ে আনে শুধু,
ভালোবাসায় দগ্ধ হৃদয়ের জ্বালা মেটে না |


=======================================
কবিতাটির আবৃতি করা আছে, নিচের লিংক এ, শুনবেন