কর্মহীন জীবনের সস্তা সময় ও কাক-ডাকা দুপুরে মিছে ব্যস্ততা
     আর অন্যের কর্মব্যস্ত সময়ে নিজের চিতায় অলস ঘুম,
নিচু মাথায়  মুষ্টি বদ্ধ নালায়েক বানিয়েছে আমাকে।


এক সময় যখন স্বপ্নের রং বেরংয়ের ঘুড়ি গুলো স্তূপকৃত বইগুলোর
ভেলায় চড়ে সুখ পায়রা সেজে আসছে বলে ভাবতাম,
তখন স্বপ্ন গুলো শুধুই আশা বাঁধতো
       আর পৃথিবীটাকে বানিয়ে ফেলতো এক স্বর্গপুরী ।
সেখানে থাকতো না কোন কর্মহীন জীবনের শূন্যতা
                   পোহাতে হতনা আপনজনদের তিক্ত কথার জ্বালা!


আজ সেই সবের উল্টো পিঠে বাস্তবতার এমন বিষ-ছোবল,
জীর্ণ জীবনটাকে নীল সাগরে ভাসিয়ে চলছে
বাঁচার জন্য টুকরো খড়কুটোও নেই পাশে .............