রোদ চিকচিক সবুজ পাতা হাসে
হাসে গাঁয়ের কোমলাঙ্গী বধূ
মৌ পিয়াসী ভ্রমরগুলো করে গুনগুণ শুধু!
শ্যামা মেয়ের চোখ যে চোখে ভাসে।


ডাহুক দোয়েল বুলবুলি আর ময়না টিয়া হাসে
ইচ্ছে করে চাঁদনী রাতে
শয্যা পাতি নরম কোমল মাঠের সবুজ ঘাসে!
শ্যামা মেয়ের চোখ যে চোখে ভাসে।


গাঁয়ের মাটির গন্ধ আজো যায়নি শরীর হতে
প্রীতির স্মৃতি যাইনি আজো ভুলে
হেমন্ত মাঠ হলুদ হতো সর্ষে ফুলে ফুলে।


ইটের ভেতর কীটের মতো করতে নারি বাস
মানব জঙ্গল নগর পরবাসে
বুকের ভেতর শোকের পাথর প্রবল ধেয়ে আসে!
শ্যামা মেয়ের চোখ যে চোখে ভাসে।


৭-১১-২০১৯