তুমি বঙ্গবন্ধু ,
তোমার জন্য দেশ থেকে পালিয়েছিলো শত্রু ;
তুমি করেছো আমাদের রক্ষা ,
এনে দিয়েছো স্বাধীনতা শিক্ষা ;
তোমার পথেই নিবো সবাই দীক্ষা।


তুমি যে  বঙ্গবন্ধু ,
দেখেছো কি , দেশে এসেছে ফিরে শত্রু ?
তোমাকে মেরে হয়নি তারা শান্ত ,
ছড়িয়েছে দেশে অশান্তির মন্ত্র।
তোমায় মারলো ,ভাসানী মরলো ,
মরলো সকল নেতা।
দেশে আসন গেড়েছে সকল বিজাতীয় নেতা।
সোনার দেশে সোনার ফসল হয়না তো ঘরে ,
তুমি নেই ,সোনার বীজ বপন করবে কে ?
তোমায় মেরে সোনার দেশে বপন করলো রুপা ,
তারা তো চায় না দেশ ,চায় শুধু ক্ষমতা।
দেশ আমার যাচ্ছে চলে ,
ভিন দেশিদের গহ্বরে ;
দেশের মানুষ মরে যাচ্ছে ,
অশান্তির ছোবলে।
ক্ষমতা ক্ষমতা ক্ষমতা ,
এর জন্য মানুষ হারিয়েছে মমতা !
সবাই চাইছে ক্ষমতা,
বলেছে বঙ্গবন্ধু ,আমাকে দাও একটু ভালোবাসা !
আমি এনে দেব স্বাধীনতা।
কোথায় স্বাধীনতা ?
দেখি দেখি দেখি ,পাইনি খুঁজে এর মাথা।
নেতার সাথে চলে গেছে স্বাধীনতা ,
তাইতো আমি পরাধীন নেই আমার পিতা।


                                                           (সংক্ষেপিত)