মাটির ভেতরে আজব একটা মেশিনরে
সেই মেশিন কথা শোনে না
ইঞ্জিনটা বসাইয়া দিলোরে ছাড়িয়া
ব্রেক গিয়ার কিছু দিলো না ।।
                          
আজব এ মেশিনটা মাপে না ঘন্টা    
চালায়রে মেশিন মালিকের মনটা
তাঁহারই ইশারায় চলেছে ইঞ্জিন              
দিন-রজনী কিছু বোঝে না ।।  


চলেছে ইঞ্জিন হাওয়ারও টানে
থামিবে কোথায় মালিকই জানে
জ্বলিলে লালবাতি থামেরে তার গতি      
সেই বাতি কেউ দেখে না ।।


আজব এ মেশিনে হাওয়াতে চলে  
পায় না দেখা দুচোখ মেলে                
যায়রে উড়ে অসীমও অতলে
তেল পানি কিছু লাগে না ।।