শ্যামলা গাঁয়ের চঞ্চলা-অবলা
তরতরিয়ে বেড়ে ওঠা টগবগে কিশোরী তুমি,                      তোমার পাশে সদ্য কৈশোর পেরোনো যুবা ।
মনে পড়ে, তোমার শরৎ শুভ্র
হৃদয়ের অস্ফুট ব্যাকুলতার কথা,
কি এক স্বপ্ন এঁকেছিলে দুচোখের তারায়,
সেইক্ষণ বুঝে নিলেম
তোমার মায়াবী চোখের ভাষায় ।
আনমনে হাত বাড়াতেই              
তুমি এগিয়ে এলে নিঃসংকোচে...
সেই থেকে দুজনের অবিরাম পথচলা,
দুটি পতিত মনে একটি স্বপ্নবোনা ।
স্বপ্ন বুনে বুনে
অবশেষে পথ হারিয়ে ফেলা দুঃস্বপ্নে !


আজ দুজনে পাশাপাশি নেই কতকাল,  
ওপাড়ে স্বযত্নে আগলে রেখেছো
অজ্ঞাত আগন্তুকের পৃথ্বী,
এপাড়ে আমি একান্তে পুড়ে পুড়ে বাঁচি ।
স্বপ্ন বাঁচিয়ে রাখি
পুড়ে যাওয়া হৃদয়ের কুন্ডলীতে ।          
ঘুরেফিরে একদিন মুখোমুখি হবো,
অসময়ে শুরু হবে কৃষ্ণমেঘের আনাগোনা
হৃদয় নীলাম্বরে,  
তোমায় দেখে বিজলি বিচ্ছুরিত হবে...    
হয়তো তুমিও আবেশিত হবে  
ক্ষণিকের তরে...
তাইতো আমি পুড়ে পুড়ে বাঁচি
স্বপ্ন বাঁচিয়ে রাখি,
পুড়ে যাওয়া হৃদয়ের কুন্ডলীতে ।