এ মুঠোয় নীল ছিল
সেই নীলে মিল ছিল,
আকাশ বলল এসে...
এতো নীল কে দিল?
ওর দু'চোখে কান্না ছিল
অশ্রু ফোঁটায় প্রশ্ন ছিল!
তিলে তিলে ওরা কেন
সব নীল কেড়ে নিল?
ফাঁদ পাতে কালো ধোঁয়া
করে নীল চুরি,
শূন্য এ বুকে কাঁদে
স্বপ্নের ঘুড়ি!
মিলিয়ে দিও তোমার ও নীল
নীলহারা এই বুকে,
তুমিও থাকবে...থাকবো আমিও
উড়বে পাখিরা সুখে!