যে দেশের মেয়েরা কিক বক্সিংএ
বিশ্ব চ্যাম্পিয়ান হয়,
সেদেশের মেয়েরা রোমিওদের
কেন যে করে ভয়।
পথে ঘাটে আজো কেন লাঞ্ছিতা
কেন হয় অপমান,
মেয়েরাও আজ পুরুষের সমান
উজ্জ্বল করে সম্মান।
তবে কেন ভীতি তবে কেন ভয়
কেন তবে অসহায়,
ভারতের নারী যুগে যুগে দেখি
করেছে যুদ্ধের জয়।
ঘরে ঘরে আজো নারী নির্যাতিত
ঘরে ঘরে হয় বলি,
তবুও এদেশে যুগে যুগে পূজিত
অসুর নাশিনী, কালী।
রানী লক্ষ্মী বাঈ, বীরঙ্গনাদী
আরো কত শত নারী,
নারীও হতে পারে পুরুষের সমান
শাষনের অধিকরী।
জাগো নারীগন হও প্রতিবাদী
নারীরাও দেখাও দম,
দেশের প্রতিটা ঘরে জন্ম নিবে
বিশ্বজয়ী 'মেরীকম'।