রুদ্ধ শ্বাসে
উর্ধশ্বাসে
ঘুরছে কারা
চারিপাশে?

নেই যে ঠিক
ঘোরার দিক
এই যে দেখো
কী ঝিকমিক!

কোন আশায়
মন ভাসায়
শরমে লোক
গুম খাঁচায়?

খোলস ছেড়ে
একটু দাঁড়া
তোর দেখাতে
জাগবে পাড়া।

ল‍্যাংড়া নুলো
জ‍্যান্ত খোড়া!
জাগুক ধীর
ঘুমন্তোরা।

নিজের বুকে
শক্তি যতো
পরখ করে
দেখনা কতো!

ছন্দ: স্বরবৃত্ত, প্রতি চরণে মাত্রা ৪
(কাব্য- মেঘ তাই ভয় পেয়ে বৃষ্টিতে ঝরে)