ধরে নিলাম হাতে হাত রাখাটা ছিল
বুনো আবেগের মৃত ইস্তাহার
যদি জানতে,পারবে না কোনো দিন
তাহলে আগুয়ান ভ্রমরী সেজে--
ছড়ালে কেন 'পাতালের মাতাল আগুন'?
অসময়ে অলৌকিক বিকেলেও,
ভোরের ফুল ফুটছিল একটু একটু করে
কালিদহের ভিষণ ঝড়ের গল্প কি মনে নেই আর?
হঠাৎই কি করে সমিকরন বদলে নিলে?
ভেসে উঠলো নব্বই ডিগ্রী কৌনিক আকর্ষন!
এতো মানুষের ভিড়ে,নির্জন বন্দরে--
কাঁচের টুকরো বিপজ্জনক ভাবে ছড়িয়ে দিলে!
অথচ বাগান জুড়ে সেই সুর "একটি বার দেখাও না"
আঁচল বিছায়ে আজো জেগে আছে।
---------------------------------------------
৬/৩/২০২০-অবুঝ মন-