তুমি চাইলে বলে এলাম চলে পাতার  মাঝে
ভাসিয়ে দিলে প্রশ্ব দোলা নতুন ভাঁজে
এই কি ছিল মনের কোণে রাত নিশিথে?
মায়া মৃগের মলিন বেশের সুর বীনাতে!
হিসেব গুলো বেহিসাবি এলোমেলো
পাতা ঝরা বাঁধন হারা ফাতনা ছুঁলো
আমি অবাক চোখে বুঝিয়ে দিলাম রিক্ত ঘামে
হঠাৎ তুমি হারিয়ে গেলে সবই জেনে।
---------------------------------------------
২/৩/২০২০-
-----------------------------------------
এক বুক আশা,আকাশ সমান
যুগের হাত ঘুরে এসেছিল ফিরে
ঝিলমিলিয়ে খিলখিল করে
স্বপ্ন চারা উঠেছিল জেগে
ঠিক এমনটা না,জাগিয়ে ছিলে
স্বচ্ছতার অভাবী তাড়া
তুমি তো জানো পারবো না কিছুতেই
বেদনায় জল থৈ থৈ,অকাল ধারা
তবুও লোনা জল পড়লো না ঝরে।
----------------------------------------
৩/৩/২০২০-