উপবাসী উপবাসের দালান উপত্যকা বিছানো
ছাতা মাথায় বৃষ্টি ভেজা রাস্তায় আমি দাঁড়িয়ে
লিপস্টিক প্রশ্ন করে কেমন লাগছে বলো
দীপ-নেভা অট্টালিকার সন্ধা রাগানুরাগে !
শ্যাওলায় ভরা অবাক পৃথিবী অলীক স্বপ্নে ভরা
বারানসি ঘিরে রক্ত পদ্মের স্পষ্ট চিহ্নের জ্বালা
প্রেমের অলব্ধ কঙ্কাল মিছিলের পাল্লা ভারি
বুকের পাঁজর জুড়ে লোনা ঢেউ,উপহার বাসি মালা!
--------------------------------
৩/৫/২০২০-
-------------------------------
আবেদন বিহীন রসালো ফলের ঝাঝলো ঝাঁঝে
প্রোটোকল ভেঙে জোরকরে ঢুকে পড়া বাগানে
দাবানলের আগুন জ্বেলে ক্রিড়াঙ্গন আলো করে
উন্মুক্ত ভ্রমরির সে কি লীলা খেলা ভ্রমরের আগমনে
সুর হয়ে ঝরে "ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে"।
------------------------------------------
২৬/৪/২০২০-অবুঝ মন-