আমার এ অবুঝ মনের উদাসী বাউল
তুমি জানলে না কোনো দিন।
যতোই বহুক সোনালী রঙের আলপনা আঁকা পিয়াস নদীর ঢেউ
তির তির বয়ে যাওয়া বহতা স্নিগ্ধ স্নান,তীব্র মহুয়া সুখ।  
শুধু এইটুকু বলতে পারি,শিরশিরে শরীরের বাঁকা খাঁজ সবকিছু নয়
ভিতরের শাঁস টাই আসল,এতটুকু মিথ্যে ছিলো না কখনো।
--------------------------------------------
            -১৯/১১/২০২০-
---------------------------------------------
দূরত্বের সাথে মনের বাঁধনও যেথা সখ্যতা হারায়
সেথা রোদ্দুর কৃপণতার ছন্দ খুঁজে পায়,
এ বিষয়ে আশ্চর্যের কিছু নেই
বরং হারানো প্রেমের অরাজকতা মুক্তির পথে একধাপ এগিয়ে যায়
আর বিরহের গান,কিংবা বেদনার অথৈ সাগর-
ভাসিয়ে নিয়ে যায় মরুসাগর ঘেঁসা এঁটো স্মৃতির চিলেকোঠায়।
--------------------------------------------
                   -২৩/১০/২০২০-
-----------------------------------------
চিত হয়ে শুয়ে আছে যে পথ যোযন
কিভাবে পৌঁছবে সেথা রাঙা এ মন?
নূপুরের ধ্বনি শুনে কজন বা ওঠে জেগে?
শিরশিরে নোনতা ছোঁয়ায় বলি হয় অনন্ত প্রেমের
ভেসে ওঠে বেদনার চড়,চোরাবালি স্রোত
দূষনের মেঘ ছুঁয়ে পড়ে থাকে সবুজ সাগর।
--------------------------------------------
              ২০/১১/২০২০-
--------------------------------------------
আয়োজনের ত্রুটি ছিল না
তবুও সন্ধ্যা ঘনিয়ে আসে
বয়ে গেলো অন্তঃঝরা,মরা নদী
কালের অলব্ধ সীমানায়!


আর কি বাকি থাকে কিছু ?
মন ভরানো কথার স্রোতে
ধেয়ে এলো সাহারা,পথও গেলো হারিয়ে
আহ্ আহ্ কী সুন্দর--
জানা-অজানার শপথ হয়ে রয়ে গেলো গভীরে!
------------------------------------------
     -১১/১১/২০২০-অবুঝ মন-