নিজস্বতার স্বকীয়তা
বজায় রাখতে গেলে
আপন জনের মিলন মেলায়
দোষের ছোঁয়া মেলে।


বাড়িয়ে দেওয়া হাত দুখানি
ছুঁড়ে ফেলে দিয়ে
কষ্টগুলো জড়িয়ে ধরে
নীথর পাথর হয়ে।


এই তো জীবন মুখোমুখি
মানব জীবন কালে
অতিসহজ বিষয় গুলো
লুটায় চরন তলে।


ধন্য মানব,ধন্য বন্ধন
বেজায় খুশির চল
আতর প্রেমের পলাশ কুসুম
রঙ করা সব ঢল।
---------------------------------------------
২০/১০/১৯-অবুঝ মন-