জানি তুমি ব্যস্ত সাগরের বুকে
নোঙর গেড়েছো অনেক আগে
তবুও সাগরের স্রোতে মিশে যেতে চেয়ে ছিলাম
তোমার ঢেউয়ের আলাপ দেখে।


দেখতে দেখতে যুগের বসন্ত হয়ে গেছে পার
সেটা তোমার অজানা নয়
বৃষ্টিতে ভিজতে কে না চায়?
তবে আমি খুঁজি হারিয়ে যাওয়ার দিশা জীবনের পরিচয়।


সময়ের নিরিখ বদলেছে সেই কবে
রাঙা চেলি পরে পরবাস ছুঁয়ে তুমি চলে গেলে
বাঁধার প্রাচীর দিয়েছি কি ঠেলে?
আজও ভাসি সেই হারানো ঢেউয়ের কূলে।


না প্রত্যাশা নয়,প্রাপ্তি ও নয়
তোমার বেঁধে দেওয়া সুরের তালে
জলের আসা যাওয়া সাবলীল সাঁতারে
সুখ-দুঃখের একটু ভাগিদার হতে চাওয়া পড়ন্ত বিকেলে।


সেই তুমি কি না আলো জ্বালানো পথে
অন্ধকারের ক্যানভাসে শ্লেষের চিহ্ন এঁকে দিলে !
'কথা তো বলতে পারো'
সেই সুরেলা লাভার ফল্গু ধারা হঠাৎ কেন সরিয়ে নিলে?
-------------------------------------------
২৯/৮/২০২০-অবুজ মন-