প্রতিহিংসা পরায়ণ এই সমকাল
নিষ্ঠুর সময়ে তার হবে না সকাল
নিস্তার পাবে না কেউ তার হাত থেকে
লোভ হিংসা অহংকার যে লুকিয়ে রাখে
স্নেহ প্রীতি কিংবা দয়া পাবেনা সামান্য
পিচাশ নামের পশু মানুষের জন্য
এই কুটিল সময় তোমাকে আমাকে
ছিঁড়ে খাবে সারাক্ষণ ছেঁড়ে দিবে কাকে


গ্রীক অন্ধ দেবতায় একা নির্বিকার
দয়াহীন মায়া এই লোভন সবার
হিংসা পরায়ণ কাল অতিশয় ক্ষুব্ধ
সময় স্রোতে আমরা খাদ্য বিষে বিদ্ধ
সবাই ধ্বংসের মাঝে কার আছে ঘর
আলোর প্রদীপ কাঁদে দিয়ে অন্ধকার।