যদি ভেবে নিতাম
একটি ফুল কিছু মুহূর্ত রাঙ্গিয়ে দিবে
তবে খুঁজে নিতাম ফুল
দূর পাহাড়ের ত্বরায়! আলো কিবা অন্ধকারে
কিছু মুহূর্তকে রাঙ্গাতে


যদি কখনো জানতাম
পড়ন্ত বিকেলের সূর্যাস্ত তুমি দেখবে
তবে আমি সূর্যাস্তকে
আমার চোখ ফাঁকি দিতে দিতাম না
তুমি দেখবে ভেবে


যদি হয়ে যেত এমন
ক্লাসের টিচারের পড়া দিতে তোমার আনন্দ
তবে কিনে নিতাম সব বই
যে পড়া গুলো প্রশ্ন হতো
তুমি উত্তর দিবে এ জন্য


যদি এমন হতো
তুমি আমার জন্য বসে থাকতে চেয়ে
ক্লাস ফাঁকি আর ভাবুক মনে
কখনো বা লাজুক ভাব মুখে
অবাক হতে! যদি আমায় কাছে পেয়ে।


ভেবে নিতাম !
ভেবে নিতাম !
ভেবে নিতাম ! তুমি যদি আমার হতে