বসার জায়গা যার চটের বিছানা
ভাঙ্গা ঘরে রোদ আসে চালের ফুটায়
সব সুখ ঘরে তার দুঃখের ঠিকানা
শান্তির ঘুম ভাঙ্গে ঐ রোদের ত্বরায়।
ধুলোবালি গায়ে মেখে চলে রোজ দিন
জনম চলছে বুঝি পিপাশার তরে
কৃষক কামলা দিয়ে কিনে চাল নুন
ফেনা ভাতে ডাল দিয়ে খায় মজা করে।


বড় আশা নাই যার ভবে সেই রবে
বড়লোক নেই সুখ কৃষকের মত
ধন সম্পদ টাকায় সুখ নেই তত
কৃষক হয়েও মন উল্লাসে ভাসিবে।
মাথা উঁচু অট্টালিকা এই ব্যবধান
কুঁড়ে ঘরে আসে সেই ধনীর সম্মান।