এলো রাত খোকার চাঁদ
এনে দিতে হবে
বায়না তার প্রতি রাত্রি
চাঁদে কবে যাবে ?


প্রতি রাত্রি ভিন্ন কথায়
ভুলাই তাহার মন
তবুও আবার বায়না বাঁধে
চাঁদে যাবে কখন ?


একটি চাঁদ অনেক দুরে
আমায় শুধু দাও
চাঁদের জন্য দিবো সবি
খেলনা নিয়ে নাও ।


খাবো না আর যাবো না আর
আমার লাগবে চাঁদ
ঘুম হবে না আর কখনো
যদিও আসে রাত ।


দেবে কি না বলো তুমি ?
যাবো মামার দেশে
না দিলে তুমি আমায়
যাবো মেঘে ভেসে ।


বল বো কথা চাঁদের সাথে
শুনবো তাহার গল্প
জানবো তব তাহার তরে
দেখি কেন অল্প ?