পন্চাশ টি বছর কেটে গেলো
তবু ও কারো  ' মা ' ডাক
শোনা হলো না।
' মা ' ডাক মিষ্টি কি তেতো
কি করে বুঝবো তার স্বাদ
জানা গেলো না।
ছোট্ট দুটি হাত ,আধো আধো বোলে
জড়িয়ে ধরে গলা ,
বলেনিতো কখনও, ' মা '
রাজা- রানীর সেই গল্পটি বলো ।
রাজা করলো বিয়ে,
টুকটুকে বউ নিয়ে
এলো সানাই বাজিয়ে ।
রাজ্যের লোক হুমরী খেয়ে পড়ে,
রূপে গুনে রানীর তূল্য নাই।
কাটছিলো দিন গুলো বেশ ,
রাজা - রানীর সুখের নেই শেষ।
এমনি করে বছর যে চলে যায়,
রানীর কোল শূন্য যে তায় ।
রাজা - রানী নিয়ে  মনঃকষ্ট,
দ্বিগবিদিক ছুটে দিন প্রহর অষ্ট।
রাজ্যে যতো ডাক্তার, কবিরাজ ,বৈদ্য,
চিকিত্সা, ঔষধ চলছে যতো পথ্য।
তবুও বিফল সবই,বিফল হলো
রাজা - রানী র ,,,,,,,,,,,,,,,,,,,,,,,
কোথা আমার লক্ষী সোনা,
গল্প বলা শেষ তো হলো না ।
কখন আমায় ফাঁকি দিয়ে,
দুষ্টু মাখা হাসি নিয়ে ।
লুকোচুরি খেলছো সোনা,
ধরবো বলে পিছু, যতো ই আমি ধাই,
মরিচীকা র মতো তুমি ,আসলে যে নাই।