জলছবিতে এঁকে ছিলাম তোমায়
এক সুদর্শন রাজপুত্রের রূপ
পক্ষীরাজ ঘোড়ায় চড়ে
ভেবেছিলাম আসবে সেইদিন,
নানান বৈচিত্রে আর রঙের
আঁকিবুকি কেটেছিলাম প্রকৃতির বুকে।
অনুভূতি ছুঁয়েছিলো বাতাস কে,
জলে বেজে উঠেছিলো
জলতরঙ্গের সুর, পাহাড়ী নদী
সেজে উঠেছিল নব যৌবনে,
আর আমি , লাজুক চোখে
এঁকে ছিলাম ভালোবাসা
গেঁথে ছিলাম জুঁই ফুলের মালা,
কপালে দিয়েছিলাম লাল সিঁদুরের টিপ
রাঙা পায়ে পরেছিলাম মল,
যার ধ্বনিতে মেতে উঠেছিল
সারা প্রকৃতি,
আনন্দে মাতোয়ারা মন
যখন খেলছে হরিণের মতো
ঠিক তখন লুকিয়ে থাকা
শিকারি কালো,মেঘ
বজ্রাঘাতে ভেঙে পড়লো!
ধুয়ে গেলো জলছবি
অন্ধকারে ঢেকে গেলো মুখ,
বিবর্ণ হয়ে গেলাম আমি।
তুমি এলেনা.......................॥