কত শ্রাবণ পেরিয়ে গেলো, আকাশ পানে চেয়ে
গালে হাত দিয়ে গভীর নয়নে, নির্বাক
ধৈর্যের সীমানা অতিক্রম করতে করতে।
আমি চেয়েছিলাম একান্ত মনে, তুমি আর আমি
পিচঢালা পথে ভিজবো তোমার সাথে,
যতবার বৃষ্টি হবে তোমার শহরে
ভেসেছি সেই সুখের উন্মত্ততার অপেক্ষায়
কিন্তু, আজো মনে পড়ে জীবনের সেই অনিন্দ্য অশ্রু
বিদায় বেলায় তোমার করুণ হাসিমুখ
সাদা আর নীল শাড়িটায় খুব মানিয়েছিল তোমাকে
খোঁপায় ছিল হলুদ গোলাপ,
কপালে কালো টিপ,
আমি চেয়ে দেখছিলাম আনমনে মুগ্ধ নয়নে
নীলাম্বরী নীলিমায় একটুকরো বিষাদী আলপনা
তুমি ধরণীর রঞ্জিত এক মহীয়সী নারী
মনের অন্তরাল থেকে একটি প্রশ্ন উঁকি দিয়ে বলছিল
আমায় বিদায় দিতে একটুও বুক কাঁপেনি তোমার ?
প্রত্যাশা ছিল মনে হয়তো তুমি কাছে এসে
আমার হাত দুটো ধরে বলবে,
শেষ বেলায় বাড়ি ফেরা হবেতো আবার!!
_____________________
রচনাকাল:উজ্জ্বল সকাল ১০.৫০ মিনিট
১৬ মার্চ মঙ্গলবার ২০২১ খ্রিষ্টাব্দ
২-ই চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®