ঠিক করিলাম আমি চুপে চুপে ...
আমার কবিতাগুলো ফেলে দেবো সব আবর্জনার স্তুপে...!
নতুন ঠোঙায় ভরে ভরে গোঙায় এক যে
মহাকবি বাহাদুর!
তাহার ইতিহাস তো সবারই জানা অন্ধ নয়
পুরোপুরি যিনি নেশা চূর!
হুরোহুরি শুধু ঐ অমর 'লিংঝি' খোঁজে শব্দদ্রুম
পেংলাই পাহাড়ে সে হাতড়ায় কবিতার মাশরুম!
ফাংশির মতো হান-কিন বংশের সে কংস মামা
তাঁর কাব্যে সবার নেই প্রবেশাধিকার থামা!
তবু খুঁজব ছাইয়ের ভেতর অ্যম্ব্রোসিয়া
অমৃতের ছত্রাক পেলে ভর্তা খাবো রে নিয়া
গরুর গোবরে কিছু সোমা নেক্টার তেল ..
তাঁর কবিতার সোনা আর পারদের ককটেল
ড্রিংক যদি আমি পাই খাবো লাস্ট সাপার!!
অথবা সীসা বানাবো আমি সোনাই পাহাড়
তাঁর পরশ পাথর কবিতায় !
কবিতার দেব নমঃ নমঃ দাও সোমরস আমায় !
অথবা এক কাব্য যা পিয়ারসনকেই হার মানায়!