একটি ছেলে একটি মেয়ে
পথের ধারে হাতে ধরে,
গায়ের সাথে গা মিলিয়ে
হাঁটছে তারা হেলে-দুলে।


তারাই আবার পার্কে গিয়ে
পরস্পরে জড়িয়ে ধরে,
মিষ্টি মিষ্টি কথা বলে
চালছে গুটি আপন চালে।


পথের মানুষ হেঁটে চলে
তাদের দিকে তাকিয়ে দেখে,
ঘৃণায় ভরা চক্ষু নিয়ে
দৃষ্টি নামায় পথের তরে।


কেউবা আবার ঠোঁটের কোণে
মুচকি হাঁসির রেখা টেনে,
নিজেকে ভিষণ অভাগা মনে
একলা পথে চলছে বলে।


তারা তো আছে স্বপ্ন নিয়ে
চোখের কোটায় চক্ষু রেখে,
দ্বীন দুনিয়ার কথা ভুলে
লজ্জা-শরম গিলে খেয়ে।


গাছের সেই আড়ালে বসে
কেউবা আবার ছাতা নিয়ে,
দিন-দুপুরে রোদ্রাহারে
সময় কাটায় গভীর প্রেমে।


পরকালকে ভয় না করে
অশ্লীলতার ফাঁদে পড়ে,
ছেলে-মেয়ে উভয় জনে
বেঁচে আছে বোঝা রুপে।


দুনিয়ার লোক সকল মিলে
সকল ধর্মের সকল জনে,
অশ্লীলতা ছাড়বে যবে
বাঁচবে সমাজ বাঁচবে সবে।