দুইটি মা কে এক করিলে
হয় যে একটি মামা,
দুই মামাকে এক করিলে
হয় যে একটি নানা।


মামা ছাড়া ভাগিনা ছাড়া
জীবন বড় দায়,
ভাগিনীরাও আছে সাথে
কেউ ভুলে না যায়।


ভাগিনা ভাগিনী সবাই হল
মামার চক্ষু মণি,
বুড়ো আঙ্গুল দেখিয়ে দিবে
যতই আসুক শনি।


মামাদেরকে দেখলে পরে
ভিষণ খুশি সবে,
দুঃখ কষ্ট যতই থাকুক
সব কিছু যায় উবে।


ভাগিনা ভাগিনীরাই মামার
সবচেয়ে আপনজন,
ভাঙ্গবে নাকো ছিড়বে নাকো
এই অটুট বন্ধন।


মামা ছাড়া এই দুনিয়াতে
যায় না যে ভাই বাঁচা,
মামাদের ন্যায় আপনজন
হয় না কোন চাচা।


মামা ভাগিনা যেথায় আছে
নেইকো কোন ভয়,
হাজার কঠিন দূর্গটিকেও
করবে তারা জয়।


মামা ভাগিনার সম্পর্কে ভাই
শেষ হবে না পদ্য,
ভাগ্নেভাগ্নির নামগুলো এই
নিম্নে লিপিবদ্ধ।


রাকিবুল হক আবির আর
জাবের মুছান্নাদ,
ছোট্ট আরেক ভাগ্নে আমার
খালেদ মুছাদ্দাদ।


বদরুন্নেছা হল আমার
ভাগ্নি উমামা,
মুত্তাকিয়া তাসনিমের সাথে
পিচ্চি লুবাবা।


এরাই হল আমার প্রিয়
কলিজা রে ভাই,
ভাগ্নেভাগ্নির জন্য আমার
দোয়া করবেন সবাই।