নিবিড় করে এমনি ভাবে
কষ্ট পোষে বুকের তলে
যায় যদি দিন হেসে খেলে
কাটুক বেলা কাটুক প্রহর
ভয় করি না সকাল দুপুর
ডাক যখনই আসে আসুক
মায়ার বাঁধন সকল ছেড়ে
কালের স্রোত-ধারায় মিশে
সময় হলেই যাবো ফিরে।
সকল সময় তবু যে ভাই
দুঃখ-সুখের তাড়িয়ে মাছি
বলতে হবে ভালই আছি
দুঃখ পোষে বুকের মাঝে
ঘাম ঝরানো হাজার কাজে
দেখছি তো বেশ দিব্বি আছি।


কতক সময় এমনি আসে
মন মুকুরে প্রতিভাসে
জীবন বীণার তারটি টেনে
চায় যে ছিঁড়ে ফেলতে রোষে।
কখন আবার সন্ধ্যা নামে
মনের আঁধার গহন তলে
নিবিড় যখন কষ্টগুলো
জাল বুনে যায় ঊর্ণনাভের
চেতন আবার আসতে ফিরে
দেখি এ কী! কেমন যেনো
ধুম ফ্যাকাসের এই জীবনে
রৌদ্র মেঘের লুকোচুরি
আলোছায়ার মতই হাসে
দেখছি তো বেশ দিব্বি আছি!
বলতে হবে ভালই আছি।