কল্পনার রঙ মেখে গড়ে তোলা 
সুখ দিশারী স্বপ্নের কল্পনিকা
ভাবনাতে মন উথাল পাতাল
খুঁজে ফিরে চিত্ত সুখের কণিকা! 


জলের ছায়ার পরশ পেয়েই
তপ্ত হৃদয় তা ধিন তা ধিন নাচে
চঞ্চল এ মন উদাসী হাওয়ায়
যায় ছুটে ওই শীর্ণ নদীর কাছে।


সেই সে প্রথম জোর পেয়েছে
আপনা রথেই হাল ধরেছে
যুগের হাওয়ায় দল মেলেছে
নিত্য সাধের সাধন যেচে।


তাল তমালের নিবিড়তায় মিশে
গোলাপ বকুল গন্ধরাজের সুবাস
আনচান মন উদাস সুরে গেয়ে
ছড়ায় কেমন মনকাড়ানি বিভাস।


কেতকী-কেয়া কেশর দোলায় হেসে
মহুয়ার গন্ধসুখে পিয়ালী বন ছেপে
জাম জামরুল আর মধু মাসের আঁচে
যখন তখন উঠে আহ্লাদে প্রাণ কেঁপে।