একটু সবুর__
কেটে যাবে আতঙ্কের ঘোর!
খুলে যাবে যত বন্ধ দোর __
শুদ্ধ আলোয় জাগবে ভোর।

তারপর??
যত অনটনে পড়বে অভাবী!
মিছিলেও মিটবে কি দাবী!!
বিশ্বে দুর্দশা যে অবশ্যম্ভাবী!

চিন্তা __
মহামারীর আতঙ্কে যে দুঃখ ;
আরো মারাত্মক তো দুর্ভিক্ষ।
মৃত্যু চাই না আর লক্ষ লক্ষ !

হে করুণাময়,
বাজাও তোমার শুভ বীণ !
অপেক্ষায় যে অসহায় দীন।
ঘুচে যাক্ পৃথিবীর দুর্দিন!!!