যুদ্ধ তো অহরহ,
      জীবনে বা কাব্যে।
অস্ত্রে ধরলে জং,
      যুদ্ধ কি থামবে??
আলোর গতিতে মন,
      ছোটে যে মনান্তরে।
যুদ্ধের নীট ফল
       দাঁড়ায় 'মন্বন্তর' এ!


কথা ক'টা জানে সবে
তবুও থাকে খোয়াবে!
ভাগ্যের শিকে ছিঁড়লে
যুদ্ধ নাকি থেমে যাবে!


দিন রাত তাই সবে
      কথাতেই শান দিই।
কথার অস্ত্র থাকুক
      বলেছিলেন ঠানদি!
দেওয়ালের লিখনে
      চলুক না হয় যুদ্ধটা।
রক্তপাত ছাড়া হোক
       রাজনীতির মঞ্চটা!