সাধারণ পোষাকের আড়ালে
এক বলিষ্ঠ ব্যক্তিত্ব!
দেখিনি কখনো তোমাকে।
বজ্রগর্ভ কণ্ঠস্বরে চিনেছি,
শিউরে উঠেছি...
অজান্তে মুষ্ঠিবদ্ধ হয়েছে হাত...
শুনেছি স্বাভিমান__
কেউ দাবিয়ে রাখতে পারবে না।


হীরের টুকরোর মতো
উজ্জ্বল তোমার হৃদয়খানি__
দ্যুতি ছড়ায়...
কত অভুক্তের মুখে
তুলে দিয়েছো তোমার গ্রাস।
স্বাধীনতা চেয়েছ
নিজেকে বিলিয়ে দিয়ে।


শতবর্ষ পরে__
শত শত মানুষের কাছে
তুমি আজও মহান।
কেউ ভুলবেনা তোমাকে,
ভোলা যে যায় না।
তুমি চিরদিন  থাকবে
নক্ষত্রের মতো জ্বাজ্বল্যমান!


তুমি, প্রিয় মুজিবর রহমান।।


***  শতবর্ষে বঙ্গবন্ধু