হঠাৎ ডাকলো ফোন !
এ কি শুভ লক্ষণ,
না কি মনের ভুল !!
আজ যে এপ্রিল ফুল !

বুকের মধ্যে ধুকপুক।
হরেক কথায় সুখ !
কি যে এক উত্তেজনা!
স্বরে যায় না চেনা...

যদি হয় বা রং নাম্বার !
পেয়েছি শান্তি অপার!