হোক্ পা স্থবির __
মন যে প্রজাপতি উচ্ছল!
উড়ে বেড়ায় আমার
স্বপ্নের বাগানে__
ছন্দময় সাবলীল উজ্জ্বল!


ভাবনার আকাশ
শোনে না কোনো বারণ!
ভুলে যায় স্থবির পা __
ভেলায় চড়ে ওড়ে মন,
কোন অজানায় উন্মন!


নিজেকেই প্রশ্ন করি __
এ আমি কোন আনজন?
বাউল মন কী ভীষণ চঞ্চল!
লাল মাটির স্পর্শ
পায় না স্থবির পদ যুগল...


বোঝে না ফেরারী মন__
তার ছিঁড়ে গেছে একতারার,
কে জানে কখন !!!