"পাগল"__
তোর কথা
আজ মনে পড়ছে, খুউব।


তুই  আমার __
নীরব দুপুরে দখিনা বাতাস,
গ্রীষ্মের দারুণ দাবদাহে!


তুই যে আমার __
বাদল দিনের মাতাল ধারা...
বাউল মনের একতারাটি!


তুই যে__
শিউলি ঝরা শরৎ উঠোন...
কাশের দোলায় মন উদাসী...


তুই আমার __
হারিয়ে যাওয়া হেমন্তের পাখি!
নিকোনো দাওয়ায় নবান্নের ঘ্রাণ!


তুই যে আমার __
কমলা কোয়া শীতের রোদ...
জড়িয়ে থাকা পশম চাদর...


তুই-ই তো __
কোয়েল সুরে আমায় ডাকিস!
রুক্ষ বুকে বসন্তকে সাজাস!


তুই যে পাগল ___
আজ কোথায় যেন হারিয়ে গেলি,
মনটা বাঁধা রেখে!


একবার তো আসতে পারিস..
"পাগলি" বলে ডাকতে পারিস!
শুনতে বড্ড ইচ্ছে করে।