এই তো সেদিন যেন __
অঙ্ক খাতা অজান্তে ভরে গেল
ছবি কিংবা কবিতায়...
তোমার ভয়ে লুকিয়ে ফেলেছি
সেই আঁকিবুকি।
কোচিং ক্লাসে তখন যে তুমি
শুধু আমার বাবা নও;
রাশভারী এক 'গুরুমশাই'!


অথচ যেদিন প্রথম লেখা
স্কুলের ম্যাগাজিনে দেখলে __
ভীষণই আহ্লাদে উৎসাহ দিলে।
এতটা ভাবিনি আমি।
সেদিন থেকেই এগিয়ে চলা।


পিতৃগৃহ ছেড়ে যেদিন
শ্বশুরালয়ে চলে এলাম __
অশ্রু সজল চোখে
আমার হাতে তুলে দিয়েছিলে
আশীর্বাদ --- দুটি কবিতা।
তোমারই লেখা__
সেই যেন এক কনক অঞ্জলি!
আজ আমার লেখার পাথেয় __


আজ তোমার মৃত্যুদিনে
স্মৃতিরা ঘিরে ধরেছে আমায়...