ঝাল নেই লঙ্কায়,
দিন কাটে শঙ্কায়__
কে বা জানে কখন কী হয়!

বাসি নাকি টাটকা!
মনে তাই খটকা!
আসল কি মেকি, লাগে ভয়।

দেখনটা যা বাহারি,
চেনা বড় ঝকমারি!
লঙ্কা না পটকা! সংশয়!

ছুঁয়ে দিলে ভাইরাস!
তাই থাক্ প্রাতরাশ!
ঝাল ছাড়া পান্তা, কী সয়?