সপ্ত ডিঙা


১)জগৎ সংসার
---------------------------
মায়ার উর্ধ্বেও মায়ার ঠাঁই!
চমকাচ্ছ? সুখ যে বড় বালাই!


২)চেনা কথা
-----------------
রাত কেটে যায় ধীরে __
দিনের আলোর গভীরে!


৩)পেয়ে হারাই
--------------------
স্বপ্ন ভাঙলেই স্বপ্ন দেখে মন!
সব হারিয়েই খুঁজি হারা-ধন!


৪)যথা রীতি
----------------
নিয়ম ভাঙে, কানুন গলে!
জীবন হাঁসফাঁস অথৈ জলে!


৫)জ্ঞান পাপী
------------------
মন হারানো ক্ষণে ক্ষণ __
এ যে প্রেমে ডোবার লক্ষণ!


৬)মায়া কানন
-------------------
মায়ার কূলেই বসবাস!
সে আছে তাই স্বপ্ন আশ!


৭)আকাশবাণী
--------------------
উষ্ণায়ন! বরফ গলছে!!
হৃদয় সামলাও, প্রেম জ্বলছে!