তিন অনু

(১)নিত্য

গ্রহ-নক্ষত্র চন্দ্র-সূর্য,
আকাশ জুড়ে একাকার!
নির্বিকার পড়ে থাকে
তবু মহাশূন্যের হাহাকার!

(২)ধর্ম ভুলে

ধর্ম বোধই "ভালবাসা"।
ভালবাসার তাই আশা,
একদিন এ পৃথিবীতেই
মানবতা বাঁধবে বাসা!!

(৩)এ যাত্রায়

সাজিয়ে রেখেছি জয়-রথ!
রশিহীন ক্ষণ যখন,
ধাঁধায় হারাবে না তো পথ,
ঘুরবে এ ত্রিভূবন!