শুধু স্পর্শ কেন? বিষে ভরেছে বাতাস।
আজ আকাশও দেখে মনমরা চোখে ।
কত না প্রতিশ্রুতি দিয়েছিল জন্মক্ষণে;
কি এক শুদ্ধ সাহচর্যও দেবে বলেছিল।


দেখতে পাচ্ছো, এ বৃদ্ধ পৃথিবীর লড়াই!
ভাইরাসের মৃত্যুমিছিলেও ঘোর আতঙ্ক!
ধাবমান প্রস্তরখণ্ড দেয় অশনি সংকেত!
কোথায় দাঁড়ায় তার অসহায় সন্তানেরা!


দেওয়ালে পিঠ ঠেকলেই শক্তি  আসে।
একটু একটু করে সঞ্চয় করছে রেহাই!
পৃথিবী শান্ত হও! যুদ্ধ চলছে এখনও...
একদিন জিতবো। জিততে যে হবেই!!