দম বন্ধ করা পরিস্থিতি একদম সহ্য হয় না,
আশু প্রয়োজন, একটি অনুষ্ঠান করা যজ্ঞের !
ভাবছি, বেদিটা সাজাবো তোমার বুকের ওপর,
আম কাঠের বদলে, জ্বলবে বেশ তোমার পাঁজর !
লেলিহান শিখা থাকবে সেথায়, অদৃশ্য আগুনের।


তুমি তো জেনে গেছ যে, কতটা নিষ্ঠুর আমি ,
কান্নাকাটি, মান-অভিমান, অথবা ঝগড়া-ঝাঁটি !
এসব এখন, কেমন যেন আদিখ্যেতা মনে হয়,
সর্বশক্তি দিয়ে, গলা ছিঁড়ে চিৎকার করতে চাই !
আকাশ তাতে টুকরো টুকরো হয়ে যাক, ক্ষতি নেই।


অন্ততঃ প্রমান তো হবে, যে আমি পুতুল নই !
আছে যেমনই হোক, একটা মানুষের অন্তর ।
কখনো বা ভালোবাসি, আবার কখনো করি রাগ,
অন্যায়ের প্রতিবাদ করতে পারি, ইচ্ছে হলেই___
কেড়ে নিতে পারি,এক সময়ে দান করা আমার মই।


তোমার ভেতরে জমেছে যত অসন্তোষ বা বিদ্বেষ,
ঘী-কর্পূর, অগুরু-চন্দনের গন্ধে পুড়ে হবে নিঃশেষ।
জড়ো হয়েছে যত অভিমান, ধোঁয়া হয়ে উড়ে যাবে,
দেহে বাসা বেঁধেছে যেসব জীবাণুরা,সব ছাই হবে।আর মন খারাপ নয়,তোমার মুখে হাসি দেখা দেবে।


মোটে একটা মাত্র যজ্ঞ, একমাস সব ভালো রাখবে।