মরুভূমিতে হঠাৎ যখন বিনা নোটিসে,
বালির ঝড় আঘাত করে ছুটে এসে !
উট তখন বালিতে মুখ গুঁজে চোখ ঢেকে নেয়,
যে কোন উৎসবই যেন বিব্রত করে তোমায়।
হয়তো গুহাতে আশ্রয় নিতে, পারলে সে সময় !
এভাবে থাকবে ভালো ! উৎসবে কি কেউ ঘুমায় ?
খুব বেশি আলোতে তোমার চোখে হয় মুশকিল,
বাজির শব্দে কানে তালা, ছটফট করে দিল ।
অথচ তোমার কারনে কেউ বিব্রত হোক, চাও না,
সেই কারনেই কি নেট অফ, মোবাইল চালাও না ?
কেউ তো তোমায় বারন করছেনা ঘরে থাকতে,
অসুবিধে কোথায়, ভালো কোনো মুভি দেখতে !
শুধু একটা প্রদীপ জ্বালিয়ে রেখো অন্ধকার কোনে,
আর হৃদয় হোক আলোকময়,খুশি থেকো মনেমনে।