সাদা সাদা ডিমের মাঝে একটা হলদে হাঁসের ডিম,
লজ্জায় মুখ লুকিয়ে রয়েছে বলেই যেন মনে হয় !
কদিন আগেও ঝাঁকা মাথায় সেই ফেরিওয়ালাটা___
হাঁক দিয়ে যাচ্ছিল গমগম করে সামনের এই পথটা !
দেশী মুরগীর ডিম, দেশী মুরগীর ডিম, লিবেন নাকি?
নিয়েছিলাম, ছোটো ডিম বলে কথাও শুনিয়েছিলাম !
রিমঝিম বৃষ্টিতে শাক ও মুড়ি দিয়ে যায় যে মাসিবুড়ি,
আহ্লাদে ভেবেছি, হাঁসের ডিম এনেছে সে এক ঝুড়ি !
মোটে চারখানা নিয়ে, কিপ্টের মতো তিনটে রেঁধেছি,
আর বাকি একখানা, অন্য ডিমেদের সাথেই রেখেছি।
অবাক কাণ্ড, হাঁসের ডিমের আকার এত ছোটো হয় !
তাহলে নিশ্চয়ই, এ দেশী হাঁসের ডিম বলেই মনে হয়,
কিন্তু দেশী বলে এতো ছোটো! সুস্বাদু,খেতে মন্দ নয়।
তবে হাঁসের ডিমের সেই স্পেশাল স্বাদ-গন্ধ কোথায়!
পরের দিন বুড়ি মাসি নটে শাক নিয়ে আসতেই বলি,
ও মাসি ! বলতো ! কাল ওগুলো কিসের ডিম ছিল ?
একমুখ হেসে বলে সে, "কেনে, কিসের ডিম খালু ?"
কিসের ডিম ছিল, সেটা তুমিই বলোনা বাপু খুলে !
কোনো বিকার নেই, "মুরগীর ডিম" কথাটা সে বলে।
এ্যাঁ ! মুরগীর ডিম চল্লিশ টাকা হালি ! বলো কি গো !
"আমার বাড়ির মুরগীর ডিম, পোল্ট্রির ডিম না গে !"